চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা সাড়ে ১০ টার দিকে আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা ও পৌর বিএনপি।
এতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা শহীদুল আলম পলাশসহ অন্যরা। প্রায় একঘণ্টা ধরে চলে মানববন্ধন।
তবে শুরুর কিছু পরে সদর থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মানববন্ধনের মাইক বন্ধ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, আদালত শুরুর সময় হওয়ায় মাইক বন্ধ করে দেয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ