চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: : চাঁপাইনবাবগঞ্জে আকাশে কালো মেঘ দেখে ছাগল খুঁজতে গিয়ে বজ্রপাতে সোহরাব আলী বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব ওই ইউনিয়নের টিকরা গ্রামের মৃত শামসুদ্দিন বিশ্বাসের ছেলে।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে আকাশে হঠাৎ কালো মেঘ দেখে সোহরাব তার পালিত ছাগল খুঁজতে বের হন। এসময় তার বাড়ির পাশের একটি আম বাগানে পৌঁছালে বজ্রপাত হয়। এ বজ্রপাত তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর২৪ঘণ্টা, জেএন