চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গণকা বিদিরপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ককটেল নিয়ে খেলা করার সময় বিষ্ফোরিত হয়ে মহরমী আক্তার মায়া (১১) ও মারয়া (৪) নামে ২ শিশু ও নারীসহ ২জন গুরতর আহত হয়েছে। তাদের দুহাতের কব্জি ও কোমরের অংশে মারাত্মক ক্ষত হয়। আজ সোমবার বিকেল ৫ টার দিকে গণকা বিদিরপুরের মইনুদ্দিন মার্কেটের পাশের খোলাস্থানে ঘটনা ঘঠে।
আহত দুজনের মা জানান, আমার মেয়েদেরকে আমি সাজিয়ে দিই। তারা বাড়ি থেকে খেলা করার উদ্দেশ্যে রওনা হয়। পরে তারা লাল রংয়ের একটি একটি বস্তু পেয়ে খেলা করছিলো। হাঠাৎ বস্তুটা হাত থেকে মাটিতে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, বিগত কয়েকদিন থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীনগর হতে বিদিরপুর গণকা এলাকায় বেশ কয়েকবার ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। সে সময়ের অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষ পরে জানানো হবে। ওই এলাকায় তল্লাসি চালানো হবে বলে জানায় ওসি মোজাফফর হোসেন। দুপক্ষের এ ঘটনায় থানায় ৩টি মামলা হয়েছে। আসামীও ধরা পড়েছে ২ জন। বাকিদের ধরতে অভিযান অব্যহত আছে।
এদিকে বিস্ফোরণের পর আহত মায়া মারিয়াকে সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে আহত ২জনকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
এস/আর