চাঁপাই ব্যুরো: নাসিব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ মেসবাবুল হক (বাচ্ছু) ডাক্তার স্টেডিয়ামে নাসিব চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সেলিম রেজা বাবুলের সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আকতার হোসেন, বিসিক চাঁপাইনবাবগঞ্জ এর এজিএম আকমাল হোসেন, এসএমই প্রশিক্ষক মহিউদ্দীন মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সৈবুর রহমান। আলোচনাসভা শেষে সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
খবর২৪ঘণ্টা.কম/রখ