চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৪ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২ ও অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান, এ রায়ের আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কসিমুদ্দিনের ছেলে সোহেল বাবু (২৭), বিশু খলিফার ছেলে দবির আলী (২৮) ও ফড়িং বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম (২৩)। সকলেরই বাড়ি সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি খলিফাপাড়া গ্রামে।
সাক্ষ্য প্রমাণাদি শেষে বুধবার (৪ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২ ও অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আসামির ছেলে সোহেল বাবু উপস্থিত থাকলেও, অপর দুই আসামী পলাতক রয়েছে।
সরকারি পক্ষের আইনজীবি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ৬ জুন রাতে আসামি সোহেল বাবু ধর্ষিতাকে বিয়ের প্রলোভন দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের হোসেনডাঙ্গা এলাকায় একটি বরই বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় দবির ও আমিনুল তাকে ভয়ভীতি দেখায়। পরে তারা ধর্ষিতাকে ফেলে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশে পাশের লোকজন এসে সোহেল বাবুকে আটক করে।
এ সময় আসামী দবির ও আমিনুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় ২০১৫ সালের ৭ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ধর্ষিতা রোজিনা নিজেই বাদী হয়ে আসামী সোহেল, দবির ও আমিনুলের নামে একটি মামলা দায়ের করেন।
পরে ৩০ জুন ২০১৫ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক দুলাল উদ্দিন।
সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট বিলকিস খাতুন।
খবর২৪ঘণ্টা.কম/রখ