চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় সার্কিট হাউস মোড় হতে চার জনকে অপহরণ করে অপহরণকারিরা । বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৮/৯ জন ব্যক্তি মোটরসাইকেল যোগে তাদের অপহরণ করে নিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই গোলাম রসুল জানান,শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দামু দিয়াড় এলাকার আবদুল মান্নান (৫৫),লাল মাহমুদ (৫৭),ইব্রাহিম (২৫) ও গুমানি হক একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে সার্কিট হাউস মোড় দিয়ে নিজ বাড়ী শিবগঞ্জ যাচ্ছিল। এসময় অপহরণকারী প্রতারক চক্রটি তাদের গতিরোধ করে জোর পূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে বেলে পুকুর আনসার ক্যাম্পের পেছনে একটি নির্জন বাগানে আটকে রাখে। এক পর্যায়ে অপহরণকারিরা টাকার জন্য আটক চারজনের স্বজনকে মোবাইল ফোনে হুমি দেয়। অপহৃত আবদুল মান্নান চাহিদামত টাকা সংগ্রহ করে দিবে বলে কৌশলে সটকে পড়ে। পরে বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ কে জানানো হয়। পুলিশ টাকা দেয়ার কথা বলে অপহরণকারিদের সঙ্গে যোগাযোগ করে। এক পর্যায়ে অপহরণকারিরা রাজি হলে বৃহস্পতিবার রাক ৮টার দিকে বেলেপুকুর আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে এবং তিন অপহরণকারিকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও ৫/৬ জন।
আটককৃতরা হলো-শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দামু দিয়াড়ের ফারুক আহমেদ,জামাল উদ্দীন ও রানিহাটি এলাকার রিটন আলী।তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সদর মডেল থানায় আবদুল মান্নান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।