চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মোসা.জোহরা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ নরেন্দ্রপুর উত্তর পাড়ার হারুনের স্ত্রী ও এক সন্তানের জননী।
নিহত জোহরা খাতুনের ভাই ইসমাইল জানান,গত দু বছর আগে জোহরার বিয়ে হয় হারুনের সাথে। তাদের ৪ মাসের একটি কণ্যা সন্তানও আছে। বিয়ের পর থেকেই জোহরাকে পরিবারের লোকজন মারধর করত। এমনকি হারুনের ভাই ফারুক হুমকিও জোহরা খাতুন কে মেরে ফেলবে ।
রোববার দিবাগত রাতের কোন সময় বোনকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে আত্মহত্যার কাহিনী সাজায় শশুর বাড়ির লোকজন। ঘটনার পর হতেই বাড়ীর সকলেই ঘরে তালা মেরে পালিয়েছে।
সদর মডেল থানার মো. জিয়াউর রহমান জানান,সোমবার ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
খবর ২৪ঘণ্টা/ নই