চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ঈশ্বরদী-রহনপুর সাটল ট্রেন থেকে বাবলু (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বাবলু রাজশাহী জেলার আড়ানী হামিদকুড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
আমনুরা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুরুল হোদা জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞানপার্টির দেয়া খাবার খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং মরদেহ রাজশাহী জিআরপি থানায় রাখা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ