চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙায় ইজিবাইকের চাপায় মো.জাকারিয়া নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত জাকারিয়া গোঠাপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। প্রত্যাক্ষদর্শীরা জানান,রোববার দুপুর ১২টার দিকে একটি যাত্রী বোজায় ইজিবাইক চরবাগডাঙা হতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আসছিল।
গোঠা পাড়ায় পৌঁছলে শিশু জাকারিয়া রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় এবং ইজিবাইকটি রাস্তার পাশে উল্টে ইজিবাইকের চার যাত্রী আহত হয়। তাদের চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।