চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি ধানের ক্ষেত থেকে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪০)। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার সময় একদল পুলিশ তেলকুপি ধানের ক্ষেতে অভিযান চালিয়ে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী নূরুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় জিআর ৬১/০৯ অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ারা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ