চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের টোলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ, মোঃ মিঠুন আলী (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর একটিদল।
আটককৃত মিঠুন চাপাইনবাবগঞ্জে ভোলাহাট থানার জামবাড়িয়া গ্রামের মোঃ নবীর ছেলে
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৩০(সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিকারপুর টোলবাড়ি গ্রামস্থ শিকারপুর টোলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাঁকা রাস্তার দক্ষিণ পার্শ্বে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। পরে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে তাকে আটক করা।
উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে ।
বিএ/