চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যানপুরে রোববার সকালে মিশুক চাপায় আব্দুল্লাহ আল হুজাইফা নামে দেড় বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। নিহত আব্দুল্লাহ আল হুজাইফা কল্যানপুর এলাকার গোলাম রসুলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশু আব্দুল্লাহ আল হুজাইফা বাড়ীর নিকটে রাস্তার পাশে দাড়িয়েছিলো। এসময় নয়াগোলার দিকে যাওয়া একটি মিশুক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহ আল হুজাইফাকে মৃত বলে ঘোষনা করেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।