নিজস্ব প্রতিবেদক : চাঁদার দাবিতে রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রমৈত্রীর রাজশাহী কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুপুরে অধ্যক্ষের অনুপস্থিতিতে ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ নিয়ে কলেজে চরম উত্তেজনা দেখা দেয়। পরে নগর ওয়ার্কার্স পার্টির নেতারা পরিস্থিতি শান্ত করেন।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান বলেন, ‘বুধবার ছাত্রমৈত্রীর কয়েকজন নেতাকর্মী এসে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা দিতে অস্বীকার করি। বৃহস্পতিবার আমি অফিসে না থাকার সুযোগে তারা এসে ব্যাপক ভাঙচুর চালায়।’ এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান।
নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু জানান, ঘটনাটি দুখঃজনক। তারা সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ