চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০)।
জানা গেছে, বুধবার সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় চাঁদপুরগামী একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল জানান, বুধবার ভোরে ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিএ/