খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশ স্কাউটের ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন ও আওয়ামী লীগের জনসভায় অংশ নিতে চাঁদপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১১টার দিকে চাঁদপুরে পৌঁছান তিনি।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটে হাইমচরের চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাস্তার মোড়ে-মোড়ে রঙবেরঙের ব্যানার-ফেস্টুন দিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। উৎসবের নগরীতে পরিণত করা হয়েছে চাঁদপুর শহরকে। বঙ্গবন্ধুর কন্যার আগমনকে ঘিরে শহরের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। এদিন চাঁদপুরে বেশকিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী চাঁদপুরে ৪৭টি প্রকল্প এবং বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। বিকালে জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করবেন তা হলো- চাঁদপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের (৬তলা ভিত বিশিষ্ট-৪ তলা পর্যন্ত) স্টাফ কোয়ার্টার; চাঁদপুর পৌরসভায় পুরান বাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার; চাঁদপুর পৌরসভায় নতুন বাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধার; চাঁদপুর জেলার পুরান বাজার ইব্রাহীমপুর সাখুয়া এলাকায় মেঘনা নদীর ভাঙন হতে চাঁদপুর সেচ প্রকল্প সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত); মেঘনা নদীর ভাঙন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর) এবং বাঞ্ছারামপুর উপজেলার বাম তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত); চাঁদপুর সরকারি কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস; চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন।
এছাড়া, মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের ৪তলা একাডেমিক ভবন; মতলব উত্তর উপজেলার কালীপুর উচ্চ বিদ্যালয়ের ও কলেজের ৪তলা একাডেমিক ভবন; কচুয়া উপজেলার কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ৪তলা একাডেমিক ভবন; ফরিদগঞ্জ উপজেলার লাউতলী ডা.রশিদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪তলা একাডেমিক ভবন; ফরিদগঞ্জ উপজেলার শোল্লা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন; মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন; ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন; চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ৬০ জন ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান; হাইমচর উপজেলাধীন চাঁদপুর পুরান বাজার (ডেলের বাজার)-হাইমচর-চরভৈরবী সড়ক উন্নয়ন;চাঁদপুর সদর উপজেলাধীন রাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; চাঁদপুর সদর উপজেলাধীন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; চাঁদপুর সদর উপজেলাধীন আমীনুল হক পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; কদমতলা পৌর সুপার মার্কেট; স্বৈরাচার বিরোধী ৯০-এর গণআন্দোলনে শহীদ ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান রাজু স্মরণে ‘রাজু চত্বর’ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি,চাঁদপুর ও ‘মতলব ধনাগোদা নদীর ওপর সেতুসহ (মতলব সেতু) মোট ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী মতলব দক্ষিণ উপজেলায় গালিম খাঁ চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; কচুয়া উপজেলায় জগৎপুর অংশে চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; ফরিদগঞ্জ উপজেলায় চরমান্দারী চাঁদপুর-লক্ষ্মীপুর সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; মতলব উত্তর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; কচুয়া উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; হাইমচর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; হাজীগঞ্জ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; কচুয়া পৌরসভায় ভূ-গর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ; মেঘনা নদীর ভাঙন হতে চাঁদপুর জেলার হরিণা ফেরিঘাট এবং চরভৈরবী এলাকার কাটাখাল বাজার রক্ষা প্রকল্প; ফরিদগঞ্জ উপজেলার বাশারা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব পৌর ভূমি অফিস নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন নারায়নপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; চাঁদপুর সদর উপজেলাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; শাহরাস্তি উপজেলাধীন রাগৈ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; কচুয়া উপজেলাধীন কচুয়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; কচুয়া উপজেলাধীন কাদলা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; হাইমচর উপজেলাধীন ঈশানবালা জিসি-শরীয়তপুর-চাঁদপুর আরএন্ডএইচ সড়ক উন্নয়ন; মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ; চাঁদপুর পরিবার পরিকল্পনা অফিস নির্মাণ; চাঁদপুর পৌর অফিস ভবন নির্মাণসহ মোট ২৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করার আগেই এলাকার উন্নয়নে মানুষের কল্যাণে সবই দিয়েছেন। চাঁদপুর বাসি বঙ্গবন্ধু কন্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।
খবর২৪ঘণ্টা.কম/রখ