খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জের কালোচোঁ উত্তর ইউনিয়নের আমিরাজের বিল থেকে লাশ উদ্ধার করা করেছে থানা পুলিশ। এর আগের রাতের কোন এক সময় দুর্বৃত্তরা আসাদুজ্জামান (১৭)নামের ওই যুবককে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা রফিকুল আলম জানান, এক ছেলে এক মেয়ের মধ্যে সে ছিলো বড়। সে রাজধানীর সদরঘাট এলাকার একটি কোচিং সেন্টার কাজ করতো। গত ১৫ ডিসেম্বর সে দাদার বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে রোববার সকালে ছেলেকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়ে ছুটে আসি।
এদিকে শনিবার সন্ধ্যার পর আসাদের সাথে আরো তিন যুবক স্থানীয় রাজাপুর বাজার এলাকার বিশ্বজিৎতের দোকানে সেভ করে বলে জানান বিশ্বজিৎ নামের যুবক।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান ইতিমধ্যে ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিষয়টি অধিকতর তদন্ত করছি।
খবর২৪ঘণ্টা.কম/রখ