1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাঁদনি মৃত্যুতে বাতিল ‘পরী’ সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিং - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

চাঁদনি মৃত্যুতে বাতিল ‘পরী’ সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিং

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আগেই বন্ধ করা হয়েছিল অমিতাভের ‘১০২ নট আউট’ সিনেমার শ্যুটিং। এবার বাতিল হল পরী’ সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিং। বৃহস্পতিবার ২রা মার্চ মুক্তি পেতে চলেছে অনুষ্কা শর্মা অভিনীত ছবি ‘পরী’৷ সেই ছবির প্রাইভেট স্ক্রিনিং ছিল বুধবার৷ উপস্থিত থাকার কথা ছিল বলিউডের নামীদামী সেলিব্রিটিদের৷ কিন্তু আকষ্মিক ইন্দ্রপতনে স্ক্রিনিং বাতিল করলেন প্রযোজক অনুষ্কা শর্মা৷

‘পরী’র সহ-প্রযোজক প্রেরণা আরোরা একটি বিবৃতিতে জানান, আমরা গভীরভাবে শোকাহত এবং হতবম্ব শ্রীদেবীর আকষ্মিক মৃত্যুতে৷ আমরা এই কিংবদন্তী শিল্পীকে শ্রদ্ধা জানাতে ‘পরী’ সিনেমার প্রাইভেট স্ক্রিনিং বাতিল করলাম৷

‘পরী’ রাজা, রানি, রাক্ষস, পশু-পাখির কথা কিংবা কোনও সুবাসিত ফুলের আবির-রঙা গল্প নয়। বরং রক্ত,আতঙ্ক আর গা ছমছমে পরিবেশের ককটেলে ভৌতিক কাণ্ডকারখানা, এই ছবির মূল বিষয়। আসলে ‘পরী’ যে কোনও রূপকথায় কাহিনি নয়, তা প্রথমেই জানিয়েছিলেন নায়িকা।

ছবির প্রথম পোস্টার থেকে টিজার সব কিছুতেই মিলেছে সে ইঙ্গিত। কিন্তু ট্রেলারে যে আতঙ্ক ছড়িয়েছে মিসেস কোহলি তাতে রীতিমতো মুগ্ধ ভূতবিলাসীরা। এমনকি ‘পরী’ ট্রেলার দেখার পর, বিরাট নিজের ট্যুইটার হ্যান্ডেলে তা পোস্ট করেছেন। লিখেছিলেন, “আমার এক এবং একমাত্রকে নতুন অবতারে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ওকে আগে এভাবে কখনও দেখিনি। আমি অলরেডি ভেসে গিয়েছি।”

রোম্যান্টিক নায়িকার ইমেজ অনেকদিন আগেই ভেঙে ফেলেছেন নায়িকা। তবে এই রূপে এই প্রথম। স্বাভাবিক ‘পরী’ ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত অনুষ্কা ফ্যানরা। মাত্র কয়েক ঘন্টায় ভিউয়ার ছাড়িয়েছে লাখের গণ্ডি। প্রসিত রায়ের পরিচালনায় আগামী ২ মার্চ পর্দাজুড়ে মুক্তি পেতে চলেছে এই ছবি। যেখানে অনুষ্কা ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, নানা পাটেকার, ঋতাভরী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী সহ বেশকিছু পরিচিত ও নবাগত মুখের দেখা মিলবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST