ওমর ফারুক :
চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ও বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলাগুলোর মানুষজন। গত কয়েকদিন ধরেই সূর্যের প্রখর তাপ পড়ছে রাজশাহীতে। আর সাথে রয়েছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। পবিত্র মাহে রমজান মাসে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও অব্যাহত তাপদাহে বিপদের মধ্যে পড়েছেন শ্রমজীবী সাধারণ মানুষনজন। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
জুন মাসের শুরুতেই রাজশাহী মহানগরসহ আশেপাশের এলাকায় হালকা বৃষ্টি হলেও গরম কমেনি। বৃষ্টি হওয়ার পরেও রাজশাহীর আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিদিনই তাপমাত্রার পরিমাণ বাড়ছে।
রমজান মাসে প্রচণ্ড গরমের মধ্যে বেশি সময় ধরে রিক্সা-ভ্যান নিয়ে রাস্তায় থাকতে পারছেননা চালকরা। আয় না করলে পরিবারের মুখে খাবার তুলে দেওয়া কঠিন হয়ে যাবে তাই বাধ্য হয়েই গরমের মধ্যে কাজ করতে হচ্ছে দিনমজুরদের।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগর ও জেলার ৯টি উপজেলার বেশির ভাগ এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরারহ দেওয়া হচ্ছে না। প্রতিদিনই বিদ্যুতের লোডশেডিং থাকছে। এমনকি ইফতারি ও তারাবী নামাযের সময়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অব্যাহত তাপদাহ ও বিদ্যুতের ভেলকিবাজিতে ভোগান্তির যেন শেষ নেই!
রাজশাহী মহানগরীতেও বিদ্যুতের ব্যাপক লোডশেডিং হচ্ছে। এক দিকে ভ্যাপসা গরম অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং দুইয়ে মিলে ভোগান্তির মধ্যে রয়েছেন নগরবাসী।
সকাল থেকেই সূর্যের খর তাপ পড়ছে। বিকেল ৬টা পর্যন্ত সূর্যের প্রখরতা থাকছে। এতে প্রায় সারা দিনই ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন নগরবাসী।
নগরীর টিকাপাড়া এলাকার শামিম নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রতিদিন কয়েক বার করে বিদ্যুৎ টেনে নেওয়া হচ্ছে। বিদ্যুতের যাতায়াত যেন লেগেই থাকছে। এ কারণে সাধারণ কাজকর্মতেও বিরুপ প্রভাব পড়ছে।
হড়গ্রাম এলাকার রহিম নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, রমজান মাসে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ না দিয়ে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। সেই সাথে প্রচণ্ড গরমও পড়েছে রমজান মাসে গরমের সময় কর্তৃপক্ষের উচিত ঠিকমত বিদ্যুৎ সরবরাহ দেওয়া।
তবে লোডশেডিংয়ের কথা অস্বীকার করে নর্থ ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নওজোপাডি রাজশাহীর তত্বাবধায়ক প্রকৌশলী দিলরুবা বলেন, রমজান মাসে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় সে জন্য চেষ্টা চালানো হচ্ছে। লোডশেডিং তেমন নেই। কাজ করার জন্য কিছু কিছু এলাকায় বিদ্যুতের লোডশেডিং হয়। এটা লোডশেডিংয়ের মধ্যে পড়ে না।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, চলতি মৌসুমে বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৫ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের তাপমাত্রা ছিল শতকরা ৬৫ শতাংশ। তাপমাত্রার পরিমাণ আরো বাড়তে পারে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে