খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ‘বাহুবলী’ অভিনেতা প্রভাসের নাকি বিয়ে! না, রিল লাইফ নয়। রিয়েল লাইফেই নাকি বিয়ে করতে চলেছেন অভিনেতা। কিন্তু কবে জানেন?
প্রভাসের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। এ বার মুখ খুললেন তাঁর কাকা কৃষ্ণম রাজু। জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা জানিয়েছেন, চলতি বছরেই নাকি বিয়ে করবেন প্রভাস।
ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাত্কারে কৃষ্ণমের কাছে জানতে চাওয়া হয়, প্রভাসের বিয়ে কবে? তার জবাবে কৃষ্ণম বলেন, ‘‘সাক্ষাত্কারের মাঝে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব অস্বস্তিকর। তবে প্রভাস এই বছরেই বিয়ে করবে।’’
কাকার সঙ্গে প্রভাস। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
এই মূহূর্তে শ্রদ্ধা কপূরের সঙ্গে ‘সাহো’ ছবির শুটিংয়ে ব্যস্ত প্রভাস। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত তিনি মুখ খোলেননি। ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর নাকি ছ’হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। তবে সত্যিই তিনি কাকে জীবনসঙ্গীনি হিসেবে বেছে নেবেন, তা এখনও অজানা।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন