সমুদ্রপথে স্পিড বোটে করে পাচারের সময় প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) রাতে চট্টগ্রামের আনোয়ার থানার গহিরা এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার।
আটক দুই কারবারি হলেন- মো. জাফর (৬৫) ও মো. আব্দুল করিম (৩৩)।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানাযায় ইয়াবার একটি বড় চালান সমুদ্রপথে স্পিড বোটে করে মিয়ানমার থেকে চট্টগ্রাম জেলার আনোয়ারার দিকে আসছে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই জনের সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি চালিয়ে ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা।
তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে সমুদ্রপথে স্পিড বোটে করে চট্টগ্রামের আনোয়ারার গহিরা এলাকায় বিক্রি করে আসছিল।
বিএ/