চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের আবাসিক হোটেলে এক নারীকে হত্যা করা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠার কয়েক ঘণ্টার মাথায় আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীকে হত্যার পর সঙ্গে আসা যুবকটি পালিয়ে যায়। পরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরের আগ্রাবাদ এক্সেস রোডের জেভকো প্লাজার রোড উড আবাসিক হোটেলের ৮০২ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন হালিশহর থানা পুলিশ।
এ ঘটনায় হালিশহর থানার এসআই সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শুক্রবার বিকেলে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ নিহত মহিলা ও স্বামী পরিচয় দানকারী পালিয়ে যাওয়া পরিচয় জানতে পারেনি।
সিএমপি পাহাড়তলী জোনের সহকারি পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে হোটেল বুকিং দিয়ে বিকেল সোয়া ৪টায় কামরুল হাসান নাম দিয়ে অজ্ঞাত এক যুবক স্ত্রী পরিচয় দেওয়া নারীকে নিয়ে হালিশহর এক্সেস রোডের রোজ উড আবাসিক হোটেলের ৮০২ নম্বর কক্ষে উঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল কক্ষ থেকে বেরিয়ে যায় ওই যুবক। এরপর হতে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে হালিশহর থানা পুলিশ ওই কক্ষ থেকে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছেন, মূলত কামরুল হাসান নাম দিয়ে অজ্ঞাত ব্যক্তি ভুয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি দেখিয়ে হোটেলে উঠে। স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষে প্রবেশের পর গলায় ও পেটে ছুরিকাঘাত করে ওই মহিলাকে খুন করে। এরপর ওই যুবক নিজের পরিহিত শার্ট প্যান্ট, টুপি পাল্টিয়ে অন্য পোশাক পড়ে হোটেল কক্ষ ত্যাগ করেন।
হালিশহর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডের রোড উড আবাসিক হোটেল থেকে অজ্ঞাত মহিলার রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই মহিলাকে গলায় পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে অজ্ঞাত যুবক। হত্যাকারীকে চিহ্নিত করতে হোটেল ও হোটেলটির আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/