খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষনেতাসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের কোতোয়ালি, চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ল্যাপটপ ও বিপুল উগ্র মতবাদের বই জব্দ করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় মহানগর পুলিশ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।
এমকে