খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশত।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার নজুয়া ইউনিয়নের খাটিয়া ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কেএসআরএম গ্রুপের উদ্যোগে স্থানীয় দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে জাকাত ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিলো। এসময় প্রচণ্ড গরম উপেক্ষা করে অসংখ্য মানুষ সেখানে ভিড় জমায়। এদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়লে, শুরু হয় হুড়োগুড়ি। এসময় পদদলিত হয় অনেকে।
পুলিশ সুপার নূরে আলম মিনা, প্রচণ্ড গরম থাকায় হিট স্ট্রোকের কারণে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৭-৮ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেককেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ