খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার আহাদ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, সকাল ৮টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ইয়াসিনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
/জেএন