খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন। আনোয়ারা ও হাটহাজারি উপজেলায় মঙ্গলবার রাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার রঘুনাথপুরের মো. মহিউদ্দিন (৪০) ও চট্টগ্রামের রাউজান উপজেলার প্রবাল দাশ (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আনোয়ারা উপজেলার মোহছেন আউলিয়া মাজার গেইট এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন পড়ে যান। স্থানীয় লোকজন মহিউদ্দিনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিউদ্দিনের সঙ্গে একই মোটরসাইকেলে থাকা রবিউল ইসলাম (১৭) ও তারেক (২৫) নামে আরও দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এএসআই আলাউদ্দিন।
প্রবাল দাশের মৃত্যু হয় হাটহাজারি নজু মিয়া হাট এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায়।
এএসআই আলাউদ্দিন জানান, গাড়ির ধাক্কায় আহত প্রবালকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ বা স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্ত করতে পারেনি বলে জানান এএসআই আলাউদ্দিন।
খবর২৪ঘণ্টা.কম/রখ