খবর ২৪ ঘণ্টা ডেস্ক: সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ছোট কুমিরা ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বেলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও বেশ কিছু ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন