খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রামে মহিউদ্দিন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকায় মেহের আফজল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. মহিউদ্দিন (৩২) দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা। তিনি এলাকায় যুবলীগকর্মী হিসেবে পরিচিত।
বন্দর থানার ওসি মো. ময়নুল ইসলাম জানান, মেহের আফজল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের বৈঠক চলছিল। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে যুবলীগের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে অতর্কিতে হামলায় গুরুতর আহত হন মহিউদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মহিউদ্দিনের মাথা, বুক, হাত-পাসহ শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে অনেকগুলো কোপানোর দাগ ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
মহিউদ্দিনের মা নূর সেহের বেগম জানান, সল্ট গোলা ক্রসিং এলাকায় তার একটি মোবাইলে লোডের দোকান আছে। মহিউদ্দিনের চার বছর বয়সী একটি ছেলে আছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।