খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ ২ জন হলেন- জাবেদ (২৭) ও মনসুর (২৮)। বৃহস্পতিবার দিবাগত রাতে এ সংঘর্ষে ঘটনা ঘটে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে জাবেদ ও মনসুর নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন