খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দ্বিতল ভবন থেকে পড়ে মো.আবদুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে মইজ্জারটেক এহসান স্টিল মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, এহসান স্টিল মিল ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘন্টা/নই