খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড় থেকে লোকালয়ে আসা হাতির পালের আক্রমণে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল, চান্দেরহাট ও কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কধুরখীল এলাকার আবু তাহের মিস্ত্রি, চান্দেরহাট গ্রামের জাকের হোছাইন ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কুমার পাড়ার আব্দুল মাবুদ। পুলিশ জানিয়েছে, শনিবার (২৩ নভেম্বর) করলডেঙ্গা পাহাড় থেকে ৯টি হাতির একটি পাল বোয়ালখালীর লোকালয়ে চলে আসে। দিনভর বিচরণ শেষে রাতে হাতির পালটি বিভক্ত হয়ে পড়ে আজ সকালে এ ঘটনা ঘটায়।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী জানান, সকাল সাড়ে ৬টার দিকে মধ্যম কধুরখীল গ্রামের চৌধুরীহাট জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান আবু তাহের।
আর নিহত জাকের হোছাইন সকাল ৭টার দিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন। পরে জাকেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আব্দুল মাবুদ খরণদ্বীপ শান্তি বাজারের পাশে জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।
জেএন