খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরের কোতোয়ালি থানা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, শাহাবুদ্দিন গণধর্ষণের ঘটনায় দায়ের মামলার আসামি। এ সময় শ্যামল দে নামে আরেক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন নিজের ফেসবুকে দেয়া পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি।
খবর২৪ঘণ্টা, জেএন