খবর২৪ঘণ্টা, ডেস্ক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দু’টি বন্দুক, একটি দেশি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তারা হলেন-ওসি সদীপ কুমার দাশ, এসআই অর্ণব বড়ুয়া, এএসআই মিঠু দাশ ও কনস্টেবল বেলায়েত হোসেন।
নিহত সোলায়মান সবুজ ওরফে পিচ্চি (২৫) পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় থাকতেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, নিহত ডাকাত সবুজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ওই ডাকাত নিহত হয়।
খবর২৪ঘণ্টা,কম/জন