খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে বায়েজিদ বোস্তামি থানার মাঝিরঘোনা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এমদাদ। তিনি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এর আগে গেল মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জেরে বায়েজিদের শেরশাহ কলোনি এলাকায় ছুরিকাঘাতে নিহত হন হকার্স নেতা মো. রিপন।
বন্দুকযুদ্ধে নিহত এমদাদ রিপন হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ নম্বর আসামি ও মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার আরটিভি অনলাইনকে জানান, এমদাদকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এমকে