খবর২৪ঘন্টা ডেস্কঃ
এক বাস চালককে ৩ মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে উত্তর চট্টগ্রামসহ রাঙ্গামাটি ও খাগড়াছড়ি মহাসড়কে বাস ও মিনি বাস চালকদের ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে এ ধর্মঘট চলছে। বুধবার রাতে ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা বাস, মিনি বাস যানবাহন শ্রমিক ইউনিয়ন।
বুধবার ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্র্রেট জিয়াউল হক মীর চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্টেশন চত্বরে মো. দিদারুল আলম (৪৫) নামে এক বাস চালককে ৩ মাসের কারাদণ্ড দেন। এর প্রতিবাদে ধর্মঘট চালিয়ে যাচ্ছে পরিবহন শ্রমিকরা।
এতে চরম দুর্ভোগে পড়েছেন সব শ্রেণির মানুষ। হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ধর্মঘটের কারণে উত্তর চট্টগ্রাম ও শহরগামী যান চলাচল বন্ধ আছে। তবে আঞ্চলিক সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক আছে।
হঠাৎ করে ধর্মঘটের ঘোষণা দেয়ায় দূরের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। তবে বাস মালিক-শ্রমিকদের সঙ্গে বিষয়টি সমাধানে আলোচনা চলছে।’
খবর২৪ঘন্টা / সিহাব