খবর২৪ঘণ্টা, ডেস্ক: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে চন্দনাইশ দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন-হামিদ হাসান মিশকাত (২২) ও সাইফুল ইসলাম রকি (২২)। হামিদ হাসান মিশকাতের বাড়ি লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান এলাকায়।
তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। সাইফুল ইসলাম রকির বাড়ি চন্দনাইশ এলাকায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘চন্দনাইশ দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম
রকি নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামিদ হাসান মিশকাত নামে আরও একজন মারা যায়।’
খবর ২৪ঘণ্টা/ জেএন