খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৫টায় ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের প্রবেশ মুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. আলমগীর হোসেন (২৪)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার পারুয়ারা গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহত অপরজন একই এলাকার জাফর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮)।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত দুজন একই মোটরসাইকেলে ছিলেন। বন্দর সড়কে প্রবেশের সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পর মুমূর্ষু অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, ভোর ৬টার দিকে দুজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এমকে