খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রাম নগরীতে একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ওই কারখানা থেকে প্রায় ১০০ কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ওই কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি- ডিবি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কারখানায় ইয়াবা তৈরির মেশিন ও রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে।
তিনি আরো জনানা, এ ব্যাপারে দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ