খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আজ (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক পালন করা হবে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশ মিশনসমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন