নিজস্ব প্রতিবেদক :
শক্তিশালী ঘূর্ণিঝড় ফনির প্রভাবে রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা এবং উপজেলায় স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার দুপুর ২টা ৩২ মিনিট থেকে একযোগে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকায় বৃষ্টি শুরু হয়। তার আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হালকা বৃষ্টি হয়। কয়েকমিনিটের মধ্যেই সেই বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। এরপর থেকে নগরের আকাশে ঘন কালো মেঘ দেখা যায়। জুম্মার নামাযের পর থেকে মেঘ আরো ভারি হয়ে যায়। জেলার ৮টি উপজেলা ও আশেপাশের জেলাতেও দুপুর থেকে
বৃষ্টিপাত শুরু হয়। বিকেল ৬টা ৪ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৪ দশকি ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে, ঘূর্ণিঝড় ফনির কারণে সর্বোচ্চ সতর্কতা ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকেই আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়। কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টিতে ফসলের হালকা ক্ষতি হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঘূর্ণিঝড় ফনির প্রভাবে এ বৃষ্টিপাত শুরু হয়েছে। এখনো অব্যাহত রয়েছে।
আর/এস