খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘর থেকে বের হওয়া ঠেকাতে এবার অভিনব এক শাস্তি পদ্ধতি দেখিয়েছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।
সিএমপির কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা জানান, সোমবার বিকেলে অহেতুক ঘোরাফেরা করার সময় ৩০ যুবককে আটক করা হয়। বের হওয়ার কারণ জানতে চাইলে তারা কোনো সদোত্তর দিতে পারেনি। পরে তাদের শাস্তিস্বরূপ একটি কাগজে ৫০০ বার করে লিখতে দেয়া হয় ‘আমি দুঃখিত, অহেতুক ঘর থেকে আর বের হব না’। আর যারা লিখতে পারে না, তারা এক হাজার বার মুখে বলেছে। এটাই তাদের শাস্তি।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে সোশ্যাল ট্রান্সমিশন এড়াতে আমরা বারবার করে মানুষকে সচেতন করে যাচ্ছি। ঘর থেকে বের হতে নিষেধ করছি। তারপরও অনেকে সেই নির্দেশনা না মেনে অহেতুক বাইরে ঘোরাফেরা করছেন। এরইমধ্যে অনেকের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। অনেক সময় দেখা যায় পুলিশ দেখলে সবাই সটকে পরে, পুলিশ চলে গেলে আবার হাজির হয়ে আড্ডা শুরু করে। তাই আমরা আইন প্রয়োগের পাশাপাশি অভিনব শাস্তি পদ্ধতিও ব্যবহার করছি। ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘন্টা/বিআ