সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

গ্লোরিয়ার আঘাতে লণ্ডভণ্ড স্পেন, নিহত ১৩

অনলাইন ভার্সন
জানুয়ারি ২৪, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় গ্লোরিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়েছে ইউরোপের দেশ স্পেনে। এই ঝড়ে এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরো চারজন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিতে স্পেনের পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা পরিদর্শন করেছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা নিয়ে শুক্রবার স্পেন সরকারের বৈঠকে বসার কথা রয়েছে ।

ঘূর্ণিঝড় মোকাবেলা দেশবাসীকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট সানচেজ বলেন, ‘আমি মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা।’

ফ্রান্সের স্থানীয় আবহাওয়াবিদরা বলছেন, ১৯৮২ সালের পর এই অঞ্চলে গ্লোরিয়া সবচেয়ে শক্তিশালী ঝড়।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।