নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার বন্ধ না হলে প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে হরতাল ডাকার হুমকি দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। শনিবার সকালে রাসিকের ৩নং ওয়ার্ড বহরমপুর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন উপলক্ষে একের পর এক বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদেরও গ্রেফতার করা হচ্ছে। সরকারদলীয়রা পুলিশকে জোর করে চাপ দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করতে হবে। বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ না করা হলে আরএমপি পুলিশের বিরুদ্ধে প্রয়োজন হলে হরতাল ডাকা হবে। শুক্রবার রাতেও যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গণসংযোগকালে তিনি ওই এলাকার ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় ওই এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা। সিটি নির্বাচন উপলক্ষে তিনি দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকছেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।