খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জাপানভিত্তিক ইনস্ট্যান্ট মেসেজিং ও ভয়েস সুবিধাযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইবার এবার নিয়ে আসছে গ্রুপ চ্যাট ফিচার ‘ভাইবার কমিউনিটি’।
একসঙ্গে বেশিসংখ্যক ব্যবহারকারীকে গ্রুপ চ্যাট করার সুযোগ দিতে ভাইবারে চালু হচ্ছে নতুন গ্রুপ চ্যাট ফিচার। ‘ভাইবার কমিউনিটি’ নামের ফিচারটিতে গ্রুপ চ্যাটের সদস্যসংখ্যার কোনো বিধিনিষেধ নেই।
ফলে বড় আকারের সংগঠন বা গ্রুপগুলোর হাজার হাজার সদস্য একসঙ্গে নিজেদের মধ্যে বার্তা বিনিময়ের সুযোগ পাবেন। ফিচারটি কবে নাগাদ চালু হবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভাইবার কর্তৃপক্ষ।
খবর২৪ঘণ্টা.কম/রখ