1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গ্রামীণ সড়ক সম্প্রসারণে ৮৫০ কোটি টাকা অনুমোদন এডিবির - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

গ্রামীণ সড়ক সম্প্রসারণে ৮৫০ কোটি টাকা অনুমোদন এডিবির

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশের গ্রামীণ সড়ক সম্প্রসারণে ৮৫০ কোটি টাকার (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার এ অনুমোদন দেয়া হয় বলে এডিবির ঢাকা অফিস জানিয়েছে।

এ বিষয়ে এডিবির জ্যেষ্ঠ ওয়াটার রিসোর্সেস স্পেশালিস্ট অলিভিয়ার ড্রিউ বলেন, আমাদের এই সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে। এতে যেকোনো পরিস্থিতিতে নারী ও শিশুরা সহজে ও নিরাপদে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে।

এডিবির তথ্যানুযায়ী, সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্প সংগতিপূর্ণ। ২০১৬ সালে দেশে গ্রামীণ সড়কের পরিমাণ ছিল শতাংশ। ২০২০ সালের মধ্যে তা ৮০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা সরকারের।প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এর আওতায় ৩৪টি জেলার গ্রামীণ সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। এতে মোট খরচ হবে ৪৪৯ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১৪৯ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার।খবর২৪/এবি

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team