রাজশাহীর পুঠিয়ায় স্বামী ও ছেলের উপর অভিমান করে ইদুর মারা গ্যাস-ট্যাবলেট খেয়ে হাসিনা বেগম (৫০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে। হাসিনা বেগম উপজেলার জিউপাড়ার ফকিরপাড়া গ্রামের গুলজার হোসেনের স্ত্রী।
প্রতিবেশী ফিরোজা বেগম বলেন, পারিবারিক বিষয় নিয়ে তাদের পরিবারে ঝামেলা চলছিল। ওই মহিলা রোববার গলায় ফাঁস দেয়ার চেষ্ট করে। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর সোমবার দুপুরে হাসিনা বেগম বাড়িতে থাকা ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জেরে ওই মহিলা বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বিএ/