সংবাদ বিজ্ঞপ্তি :
গণবিরোধী বাজেট ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্রমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নি:শর্থ মুক্তির দাবিতে রাজশাহী মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সারাপ দেশে একযোগে এই কর্মসূচী পালিত হয়। বেলা ১১টায় নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে সামবেশে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসনে বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু,
রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান শরীফ, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা নওহাটা পৌর মেয়র শেখ মকবুল হোসেন ও তানোর পৌর সভার মেয়র মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সভাপতি ঈশারুদ্দিন ঈশা, বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজাপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, বর্তমান সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান
রিটন, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, সাংগঠািনক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু ও নাজির হাসান, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদর রেজা রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক খালেদ, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপিকা সখিনা খাতুন, সামসুন্নাহার রোজি, গুলসান আরা মমতা ও আলফাতুন্নেসা পুতুল । এছাড়াও মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের নিনিয়র সহ-সভাপতি মোর্তুজা ফামিন, সহ-সভাপতি নাজমুস
সাদাত সাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক সৌরভ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সিনিয়র সহ-সভাপতি সুলতান আহম্মেদ রাহী, সাংগঠনিক সম্পাদক মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সানিন ও সদস্য মিঠুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই বাজেট গণবিরোধী এবং দেশের জনগণ ও অর্থনীতিকে ধ্বংস করার বাজেট আখ্যা দিয়ে সমাবেশের প্রধান অতিথি ও সভাপতি বলেন, এই বাজেট পাশ করায় সকল প্রকার দ্রব্যের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধি করায় জনগণের উপর মরার উপর খাঁড়ার ঘা পড়েছে। সামান্য আয়ের মানুষ এখন চোখে অন্ধকার দেখতে শুরু করেছে বলে বক্তৃতায় উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, গ্যাসের মূল্যে বৃদ্ধি করার পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিদেশীরা আর এদেশে কোন প্রকার বিনিয়োগ করতে আগ্রহী হবেনা। ফলে দেশে আরো বেকারত্বের হার বেড়ে যাবে। দেশে রাহাজানি বেড়ে যাবে। ইতোমধ্যে খুন, ধর্ষন, চাঁদাবাজি ও
বিচারবহির্ভূত হত্যাকান্ড বেড়ে গেছে। বিচারহীনতার নিঢয়ম এদেশে চালু হয়েছে। দেশে গণতন্ত্র নাই উল্লেখ করে তারা বলেন, দেশের গনতন্ত্র পুণরুদ্ধার, জনগণকে এই সরকারের দু:শাসন এবং অযাচিত করের হাত থেকে রক্ষা ও গণতন্ত্রের মানষকণ্যা তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে ঈদের পূর্বেই কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর এই আন্দোলনের রুপরেখা রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মাধ্যমে জানানো হবে বলে জানান এই দুই বক্তা। শেষে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকল নেতাকর্মীদের স্বত:স্ফুর্তভাবে রাজপথে থাকার আহবান জানান তারা।
এস/আর