রাবি প্রতিনিধি :আগামীকাল ৬ জুলাই শুক্রবার ৬৬ বছরে পর্দাপণ করতে যাচ্ছে উত্তর বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় । ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা সম্পসারনে ও গুনগত মানোন্নয়নে এর রয়েছে অসামান্য অবদান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনকপ্লে ইতোমধ্যে নেওয়া হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি।
বৃহস্পতিবার সকালে ‘৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি ২০১৮’ এর সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল ৬ জুলাই শুক্রবার সকাল নয়টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তলন করা হবে। পরে আনন্দ শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এতে সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।