1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গৌরবের লেডি লাভ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

গৌরবের লেডি লাভ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: টলিউডে কার জীবনে কী ঘটছে সেই নিয়ে সকলের কৌতূহলের অন্ত নেই৷ তবে পুরো নজরটা কিন্তু কেবল টলিপাড়ায় আটকে নেই৷ বাংলা টেলিভিশনের জগতে কে কাকে ডেট করছে সেই নিয়েও চারিদিকে ছড়ায় উত্তেজনা৷

এই যেমন ধরুণ গৌরব চট্টোপাধ্যায়৷ তাঁর লাভ লাইফ নিয়েও বহু যুবতী এবং তরুনীর ইন্টারেস্ট রয়েছে৷ তাঁর প্রাক্তন স্ত্রী অনিন্দিতা বসু কিন্তু দিব্যি অভিনেতা সৌরভ দাসকে ডেট করছেন৷ অন্তত এমনটাই বলছে সোর্স৷ গৌরবের সোশ্যাল সাইটে চোখ পড়লে দেখা যাবে প্রায় একজন মেয়ের সঙ্গে নানান ছবি পোস্ট করেন৷ সূত্রের খবর সেই মেয়েকেই নাকি ডেট করছেন গৌরব৷

মেয়েটির নাম দেবলীনা কুমার৷ পেশায় তিনি একজন মডেল ও অভিনেত্রী৷ একজন ডান্সারও৷ দেবলীনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জুড়ে গৌরবেরই ছবি৷ সম্প্রতি দুজনে ছোট্ট গেট টুগেদার করেন ভেদিক ভিলেজ স্পা রিসর্টে৷ সঙ্গে অবশ্য কিছু বন্ধু বান্ধবও ছিল৷ সেই রিসর্টের স্যুইমিং পুলে গৌরব এবং দেবলীনার একটি ছবি এখন বেশ ভাইরাল৷

সকলের প্রশংসায় ভরছে কমেন্টবক্স৷ তাঁদের ছবি নিয়ে এখন জল্পনা তুঙ্গে৷ সকেলরই আন্দাজ ইনিই হলেন গৌরবের গার্লফ্রেন্ড৷ পুলের এই পিকচারটি ভালোই উষ্ণতা ছড়িয়েছে চারিদিকে৷ তাছাড়াও সেই রিসর্টের বেশ কয়েকটি ছবি রয়েছে যেখানে নিজের হট বডি ফ্লন্ট করছেন অভিনেতা৷

প্রকাশ্যে নিজের এই সম্পর্কের ব্যাপারে কিছুই বলেননি তিনি৷ তবে তাঁর এবং দেবলীনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দেখে ভক্তরা আন্দাজ করে নিয়েছেন তাঁরা এখন রিলেশনশিপে৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST