1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে হনুমানের হামলায় আহত ৯ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

গোমস্তাপুরে হনুমানের হামলায় আহত ৯

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
ভারত থেকে আসা এই হনুমানটি প্রথমে ভোলাহাটে ও পরে গোমস্তাপুরে মানুষের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হনুমানের হামলায় ৯ জন আহত হয়েছেন। গত শনিবার (১৫ মে) ও রোববার সকাল পর্যন্ত রহনপুর পৌর এলাকাও আলিনগর ইউনিয়নের বিলাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন যুবক ও ধানকাটা শ্রমিকসহ কয়েকজন ব্যক্তি রয়েছে। আহতদের ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। আহতদের একজন রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহলার আব্দুস সামাদের ছেলে মোরশালিন (১৯)। অপর দ’ুজন আলিনগর গ্রামের টানু ও কাজল।

স্থানীয় ও আহতের স্বজনরা জানান, সকালে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের হুজরাপুর মহল্লায় একটি হনুমান গাছ থেকে নেমে মুরশালিনকে কামড় দিলে স্থানীয় লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আজ সকালে রহনপুর রেলওয়ের কর্মচারী বাবলু ও ট্রাক চালক বুদ্ধু কে আহত করে।

ধারণা করা হচ্ছে, ভারত থেকে আসা এ হনুমানটি গত কয়েকদিন আগে পাশ্ববর্তী ভোলাহাট উপজেলার এক ইউপি সদস্যসহ মোট ১৮ জনকে আহত করে। তার মধ্যে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, গত কয়েকদিন যাবত এলাকায় হনুমানটি বিচরণ করে লোকজনকে আক্রমণ করলেও সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান হনুমানটিকে বিরক্ত না করতে এবং

সাধারণ মানুষ যেন সাবধানে চলাচল করে সে জন্য স্টেশন বাজার এলাকায় মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে তারা এসে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। হনুমানটি রহনপুর রেলস্টেশনে অবস্থান করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST