গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক উল্টে ১ জন নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রহনপুর – গোমস্তাপুর সড়কের নিমতলা কাঁঠাল এলাকায় এ দ‚র্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ারসার্ভিস জানায়, নওগাঁর সাপাহার থেকে শিবগঞ্জ উপজেলার কানসাট গামী একটি আম বোঝাই একটি ট্রাক ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গেলে ট্রাক আরোহী শিবগঞ্জ উপজেলার ত্রীমোহনী গ্রামের মৃত তুফান আলীর ছেলে টানু (৪৫) ঘটনাস্থলে মারা যায়। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খবর২৪ঘন্টা/নই